Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / মতিঝিলে ৪ কেজি গাঁজাসহ আটক ২ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মতিঝিলে ৪ কেজি গাঁজাসহ আটক ২

April 06, 2023 01:32:59 AM   দেশজুড়ে ডেস্ক
মতিঝিলে ৪ কেজি গাঁজাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মতিঝিল এলাকা হতে ০৪ কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

মঙ্গলবার র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার মতিধিল থানাধীন আরামবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ০৪ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম মোঃ শরীফ আহমেদ (৪৩) ও মোঃ হানিফ (৩৮) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর মতিঝিলসহ আশপাশেল বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।