Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / মুদি দোকানের আড়ালে গাঁজা বিক্রি, গ্রেফতার ১ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মুদি দোকানের আড়ালে গাঁজা বিক্রি, গ্রেফতার ১

February 24, 2023 12:25:43 AM   দেশজুড়ে ডেস্ক
মুদি দোকানের আড়ালে গাঁজা বিক্রি, গ্রেফতার ১

কাউনিয়া প্রতিনিধি, রংপুর:
রংপুরের কাউনিয়া থানাপুলিশ গত বুধবার রাত ৮টার দিকে উপজেলার গাজীরহাট বাজারে অভিযান চালিয়ে শুকনো গাঁজা ও গাঁজা বিক্রির টাকাসহ মুদি দোকানদার মশিউর রহমান (৩৮) কে গ্রেফতার করেছে। সে তালুক সাহাবাজ গ্রামের আব্দুস সামাদের ছেলে।

গোপন সুত্রে খবর পেয়ে কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ নির্দেশে একদল পুলিশ গাজীরহাট বাজারে মাদক ব্যবসায়ী মশিউরের মুদি দোকানে আকস্মিক তল্লাশী চালিয়ে ৬শ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির ১৪শ ২০ টাকাসহ তাকে আটক করে।

ওসি জানান, ধৃর্ত মশিউর মুদি দোকানের আড়ালে একজন মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।