বাংলা সংগীতের কিংবদন্তি পপ তারকা মাহফুজ আনাম জেমস আবারও আলোচনায়—তবে এবার সংগীত নয়, ব্যক্তিজীবনের সুখবর নিয়ে। দীর্ঘ এক দশকের একাকিত্ব পেরিয়ে ২০২৩ সালের জুনে তিনি ফের সংসার জীবনে ফিরেছিলেন। ২০১৪ সালে দ্বিতীয় স্ত্রী বেনজীর সাজ্জাদের সঙ্গে বিচ্ছেদের পর ২০২৪ সালে জেমস নতুন করে বিয়ে করেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে। বিয়ের পর নামিয়ার নামের সঙ্গে ‘আনাম’ উপাধি যোগ করেন তিনি, যা তাঁদের সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করে তোলে।
এই দম্পতির ঘর আলোকিত করে আসে এক নতুন অতিথি—চলতি বছরের ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে জন্ম নেয় তাঁদের পুত্রসন্তান জিবরান আনাম। পিতৃত্বের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জেমস বলেন, “এ অনুভূতি অসাধারণ। এটা কীভাবে প্রকাশ করব, সে ভাষা খুঁজে পাচ্ছি না। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। সবাই মা ও সন্তানের জন্য দোয়া রাখবেন।”
জেমস ও নামিয়ার পরিচয়ও ছিল একেবারেই আকস্মিক। ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে প্রথম দেখা হয় তাঁদের। এটি কোনো কনসার্ট ছিল না—বরং এক সাধারণ অনুষ্ঠানে ঘটে সেই প্রথম দেখা, যা ধীরে ধীরে গড়ে তোলে বন্ধুত্ব, তারপর প্রেম, এবং অবশেষে বিয়ে। ২০২৪ সালের ১২ জুন ঢাকায়, পরিবারের উপস্থিতিতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সন্তান জন্মের সময় জেমস নিজে ও পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। জন্মের পর কিছুদিন যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে তাঁরা দেশে ফিরে আসেন।
নামিয়া আমিন জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক এবং জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিস বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন।
ব্যক্তিজীবনে এটি জেমসের তৃতীয় বিয়ে। তাঁর প্রথম স্ত্রী ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী রথি, যাঁর সঙ্গে ১৯৯১ সালে বিয়ে ও ২০০৩ সালে বিচ্ছেদ হয়। দ্বিতীয়বার তিনি বিয়ে করেন বেনজীর সাজ্জাদকে, ২০০০ সালে আমেরিকায়; এই সম্পর্কের ইতি ঘটে ২০১৪ সালে। প্রথম সংসারে জেমসের একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে, আর দ্বিতীয় সংসারে একটি কন্যাসন্তান। রথি পরবর্তীতে নতুন করে বিয়ে করেছেন।
সংগীতজগতে যেমন তিনি ‘গুরু’ নামে পরিচিত, ব্যক্তিজীবনেও এখন তিনি নতুন অধ্যায় শুরু করেছেন—সন্তানের হাসিতে ভরে উঠেছে তাঁর জীবন।