Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / মিরপুর ১০ নম্বরে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, ৫ মোটরসাইকেলে আগুন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মিরপুর ১০ নম্বরে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, ৫ মোটরসাইকেলে আগুন

July 18, 2024 01:19:59 PM   অনলাইন ডেস্ক
মিরপুর ১০ নম্বরে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, ৫ মোটরসাইকেলে আগুন

আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হটিয়ে মিরপুর ১০ নম্বর দখলে নেওয়ার পর ছাত্রদের ওপর হামলা করেছে পুলিশ।  ছাত্রদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ চলছে।

পুলিশ টিয়ার শেল ছুড়ে, গুলি করে ছাত্রদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। সংঘর্ষের এলাকায় রাস্তায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কমপক্ষে ৫টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে।

এর আগে মিরপুর ১০ নম্বরে অবস্থান নেয় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ছাত্রদের তাড়া খেয়ে তারা সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। রাজধানীর বিভান্ন স্থানে এই মুহূর্তে পুলিশ ও ছাত্রলীগ-আওয়ামী লীগের সংঘর্ষ চলছে।