Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / মসজিদের সভাপতির পদ নিয়ে সংঘর্ষ, ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মসজিদের সভাপতির পদ নিয়ে সংঘর্ষ, ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

March 01, 2025 06:58:58 PM   উপজেলা প্রতিনিধি
মসজিদের সভাপতির পদ নিয়ে সংঘর্ষ, ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মসজিদ কমিটির সভাপতি পদ নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রদল নেতা অংকনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। শুক্রবার (১ মার্চ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ভুলতা ইউনিয়নের মিঠাবো এলাকায় এ সংঘর্ষ চলে।

প্রত্যক্ষদর্শীদের মতে, মিঠাবো জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতির পদ দখলে নিতে দীর্ঘদিন ধরে চাপ প্রয়োগ করে আসছিলেন শুক্কুর আলী মোল্লা। এ নিয়ে এলাকায় উত্তেজনা চলছিল। শুক্রবার জুমার নামাজের পর তিনি নিজেকে সভাপতি ঘোষণা করলে তর্ক-বিতর্ক শুরু হয়। এর জের ধরে বিকেল সাড়ে ৩টার দিকে শুক্কুর আলী ও তার অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদল নেতা অংকনের ওপর হামলা চালায়।

গুরুতর আহত অংকনকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় অংকনের চাচা মুরাদ ও সৈকতও আহত হয়েছেন।

সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।