
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ীতে যোগাযোগী মূলে ভূমির রেকর্ড করে আত্মসাতের চেষ্টার অভিযোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় জুড়ী উপজেলা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপজেলার বড় ধামাই গ্রামের মৃত আব্দুল বারির ছেলে ডা. রুবেল আহমেদ তার চাচাতো ভাইদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তার চাচাতো ভাইয়েরা তার মৌরসী সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে বিগত আরএস জরিপের সময় জালিয়াতির মাধ্যমে অনেক ভূমি নিজেদের নামে রেকর্ড করিয়েছেন। এ নিয়ে এলাকায় দাঙ্গা-হাঙ্গামার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এমনকি রুবেল তার ভূমিতে গেলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং মারধর করা হয়।
রুবেল জানান, বড়ধামাই মৌজা ও শীলঘাট চা বাগান মৌজায় ৭ একর ৩৮ শতক ভূমির মধ্যে তিনি মাত্র ১০৩ শতক ভূমি পেয়েছেন, বাকি ২ একর ৪৬ শতক ভূমি গায়েব হয়ে গেছে। এছাড়া আরএস ৬৬১ দাগটি আব্দুল বারির বাড়ি থেকে আনুমানিক ২ কিলোমিটার দূরে ৩৩ শতক ভূমি যোগাযোগী মূলে রেকর্ড করা হয়েছে, যা কোনো বাড়ি নয়।
তিনি আরও জানান, আব্দুল মতিন ও আব্দুল হাই শীলঘাট মৌজায় কিছু ভূমি তাদের নিজস্ব ক্রয়কৃত ভূমি রয়েছে। এসব বিষয় নিয়ে তিনি জুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর: ৫৯৬, তারিখ: ১৪/০২/২০২৪।