Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / যাত্রাবাড়ীতে যুবকের মরদেহ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

যাত্রাবাড়ীতে যুবকের মরদেহ উদ্ধার

February 20, 2023 05:34:16 PM   দেশজুড়ে ডেস্ক
যাত্রাবাড়ীতে যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ীতে শাওন (২৭) নামে এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন। সোমবার (২০ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান সোহাগ।

তিনি আরও জানান, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে মীর হাজারীবাগ ২৫০/১ বাসার সামনের রাস্তা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, ওই যুবক চার মাস আগে চাকরি করতেন। এখন তেমন কিছু করতেন না। তবে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, মাদক সংশ্লিষ্ট অথবা অন্য কোনো কারণে পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের বাবার নাম আব্দুল আজিজ।