Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / যাত্রাবাড়ী ও কদমতলী হতে ৩ জন ছিনতাইকারী গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

যাত্রাবাড়ী ও কদমতলী হতে ৩ জন ছিনতাইকারী গ্রেফতার

February 02, 2023 06:21:09 PM   দেশজুড়ে ডেস্ক
যাত্রাবাড়ী ও কদমতলী হতে ৩ জন ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর যাত্রাবাড়ী ও কদমতলী এলাকা হতে ০৩ জন ছিনতাইকারী গ্রেফতার করেছে র‌্যাব-১০। আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

গতকাল (০১ ফেব্রুয়ারি ২০২৩) র‌্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০১ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম অসীম কুমার রায় (৩৪) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি চাকু উদ্ধার করা হয়।

এছাড়া একই দিন তারিখ র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কদমতলী এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ০২ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম মোঃ বিল্লাল (২৫) ও মোঃ হৃদয় (১৯)। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০২টি চাকু উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ী ও কদমতলীসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক ছিনতাই মামলা রুজু করা হয়েছে।