Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / যথাযথ মর্যাদায় ঈদ-ই-মিলাদুন্নবী পালিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

যথাযথ মর্যাদায় ঈদ-ই-মিলাদুন্নবী পালিত

September 17, 2024 07:57:09 PM   জেলা প্রতিনিধি
যথাযথ মর্যাদায় ঈদ-ই-মিলাদুন্নবী পালিত

সারাদেশে আজ যথাযথ ভাবগাম্ভির্যের সাথে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ১৪৪৬ হিজরি উদযাপিত হয়েছে। রাষ্ট্রীয় পর্যায়ের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠন দিনটিকে বিশেষভাবে উদযাপন করেছে। দিনটি শুরু হয় মসজিদ, মাদ্রাসা ও খানকাহসমূহে পবিত্র কুরআন তেলাওয়াত এবং পতাকা উত্তোলনের মাধ্যমে।

সকাল থেকে বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় আনন্দ মিছিল, র‌্যালি, মোটর শোভাযাত্রা, আলোচনা সভা, মিলাদ মাহফিল এবং দোয়া-মুনাজাত। ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মোকাররম ও অন্যান্য এলাকায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর অঙ্গসংগঠন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ ঢাকা মহানগরীর উদ্যোগে সকাল ৯টায় এক বিশাল আনন্দ মিছিলের আয়োজন করা হয়। এ সময় মিছিলের অগ্রভাগে ছিলেন ড. হাফেজ মাওলানা মোঃ রুহুল আমিন, মাওলানা রূহুল আমিন আফসারী, মাওলানা মোঃ আবু বকর, মাওলানা মোঃ মুনির হোসাইন, সৈয়দ জাকির হোসেন টিটু, মাওলানা শামসুল আলম মোহেব্বী ও মাওলানা মোঃ রায়হান প্রমুখ।

উল্লেখ্য, দিনটি সারাদেশে শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।