Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / রাজনীতি ও দলমতের বাইরে শিক্ষার জন্য কাজ করবেন: শামা ওবায়েদ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাজনীতি ও দলমতের বাইরে শিক্ষার জন্য কাজ করবেন: শামা ওবায়েদ

January 29, 2025 07:03:13 PM   উপজেলা প্রতিনিধি
রাজনীতি ও দলমতের বাইরে শিক্ষার জন্য কাজ করবেন: শামা ওবায়েদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম (রিংকু) বলেছেন, বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ হাসিনা সরকারের আমলে দেশের শিক্ষাখাতকে ধ্বংস করে ফেলেছে। রাজনীতি ও দলমতকে বাইরে রেখে নিজের শিক্ষা প্রতিষ্ঠানকে একটি পবিত্র প্রতিষ্ঠান হিসেবে মেনে নিয়ে, শুধু শিক্ষার জন্য কাজ করবেন। রাজনীতি কে কখনো এখানে ঢুকাবেন না।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে শামা ওবায়েদ ইসলামের নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের নারানদিয়া জয়নুদ্দীন মাতুব্বর উচ্চ বিদ্যালয় ও নারানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গত ১৫ বছর বাংলাদেশে স্বৈরাচারী সরকার ক্ষমতায় ছিল, তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। গত ১৫ বছরে ছাত্রলীগের তাণ্ডবের কারণে হাজার হাজার প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। বিএনপি যদি ক্ষমতায় আসে, আমি ওয়াদা করছি সালথা নগরকান্দায় ভালো ভালো ইউনিভার্সিটি গড়ে তুলব। আমার সালথা নগরকান্দার ইয়ং জেনারেশন স্কুল-কলেজের বাইরে থাকবে না। এখানে আন্তর্জাতিক মানের ইউনিভার্সিটি গড়ে তুলতে হবে, যেন উচ্চ শিক্ষার জন্য কাউকে ঢাকায় বা অন্য শহরে যেতে না হয়। তারা যেন সালথা নগরকান্দায় বসে উচ্চশিক্ষা লাভ করতে পারে। আমরা বাংলাদেশের ভালো ভালো জায়গা থেকে ভালো মানের শিক্ষক এনে ইউনিভার্সিটি গড়ে তুলব।

বিশিষ্ট সমাজ সেবক পীরজাদা মো. নুরুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. হাবিবুর রহমান তালুকদার, ফরিদপুর জিলা স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক এমডি জাহিদুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, উপজেলা যুবদল নেতা মো. এনায়েত হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ, মিরান হোসাইন, মাহফুজুর রহমান, শাফিকুল ইসলাম, বালাম হোসেন, কামরুল ইসলাম, ফরিদ হোসাইন, উপজেলা শ্রমিক দলনেতা কালাম বিশ্বাস, সেচ্ছাসেবক দলনেতা, ইসরাইল মাতুব্বর, আকুব্বর মাতুব্বর ছাত্র দল নেতা রাকিবুল ইসলাম রাজ প্রমুখ। এছাড়াও অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, নারানদিয়া জয়নুদ্দীন মাতুব্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম ও নারানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলায়েত হোসেন।