Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / রাজশাহীতে পিনাকল স্পোর্টস এর ‘তারুণ্য শক্তির পরিচর্যা ও সুষ্ঠু ব্যবহার অপরিহার্য’ শীর্ষক ক্রীড়া প্রতিযোগিতা - দৈনিক দে...

রাজশাহীতে পিনাকল স্পোর্টস এর ‘তারুণ্য শক্তির পরিচর্যা ও সুষ্ঠু ব্যবহার অপরিহার্য’ শীর্ষক ক্রীড়া প্রতিযোগিতা

February 25, 2024 03:26:12 PM   জেলা প্রতিনিধি
রাজশাহীতে পিনাকল স্পোর্টস এর  ‘তারুণ্য শক্তির পরিচর্যা ও সুষ্ঠু ব্যবহার অপরিহার্য’  শীর্ষক ক্রীড়া প্রতিযোগিতা

রায়হানুল ইসলাম:  
অপরাজনীতি, অপসংস্কৃতি, মাদক ও ডিভাইস আসক্তির করাল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে দেশীয় সংস্কৃতি ও খেলাধুলার ব্যাপক প্রসার ঘটাতে সারা দেশব্যাপী নানা কার্যক্রম পরিচালনা করে আসছে পিনাকল স্পোর্টস এসোসিয়েশন। এরই ধারাবাহিকতায় রাজশাহীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) রাজশাহী কিশোর ফুটবল একাডেমি মাঠে সকাল থেকে শুরু হয়ে সারা দিনব্যাপী চলে অনুষ্ঠান। অনুষ্ঠানের আয়োজন করে পিনাকল স্পোর্টস এসোসিয়েশন, রাজশাহী জেলা শাখা। ‘নেশা ছেড়ে খেলা ধরি, সুস্থ-সবল জীবন গড়ি’ এই স্লোগানে অনুষ্ঠানে দেশীয় প্রায় ৩০টি প্রতিযোগিতার আয়োজন করা হয়। নারী-পুরুষ, শিশু-কিশোরসহ সকল বয়সী মানুষের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে রাজশাহীর কিশোর ফুটবল একাডেমি মাঠ।

পিনাকল স্পোর্টস এসোসিয়েশনের রাজশাহী জেলা সভাপতি মো. তোতা শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুর নবী অনু।

এর আগে দিনের প্রথম প্রহরে ফিতা কেটে ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ অনলাইন টেলিভিশন অ্যাসোসিয়েশন এর সভাপতি ও জেটিভি অনলাইনের চেয়ারম্যান মশিউর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের তরুণ সমাজের অধিকাংশই আজ দিশেহারা। তাদের একটি বড় অংশ মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাংয়ের মতো আত্মঘাতি কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, তারুণ্য শক্তির অপচয় হচ্ছে। তারুণ্য শক্তিকে পরিচর্যা ও এর সুষ্ঠু ব্যবহার অপরিহার্য। তাই তরুণদেরকে সঠিক দিকনির্দেশনা দিতেই পিনাকল স্পোর্টস এর এই উদ্যোগ, এই আয়োজন। আমরা চাই, আমাদের তরুণরা জেগে উঠুক, দেশ ও জাতির কল্যাণে তারা ভূমিকা রাখুক, মানবতার কল্যাণে তারা কাজ করুক।

দিনের প্রথম ভাগে অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতা। শিশু ও বড়দের দৌড় প্রতিযোগিতা, উচ্চলাফ, দীর্ঘলাফ, গোলক নিক্ষেপ ইত্যাদি প্রতিযোগিতায় নির্বাচিত হয় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী। এছাড়াও নারীদের বয়সভিত্তিক দৌড় প্রতিযোগিতায় বেছে নেওয়া হয় সেরা তিনজনকে।

ফুটবল টুর্নামেন্টে শহীদ সুজন স্মৃতি স্পোর্টিং ক্লাব পাবনা, রেনেসাঁ স্পোটিং ক্লাব রাজশাহী, ইউনাইটেড স্পোর্টস ক্লাব নাটোর, মামুনুর রশিদ স্মৃতি স্পোর্টিং ক্লাব জয়পুরহাট, মহাস্থান স্পোর্টস স্পোর্টিং ক্লাব বগুড়া, যমুনা স্পোটিং ক্লাব সিরাজগঞ্জের শতশত খেলোয়াড় খেলায় অংশগ্রহণ করে।

মাটি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী রাজশাহী বিভাগীয় সাংস্কৃতিক সম্পাদক রায়হানুল ইসলামের পরিচালনায় দ্বিতীয় অধিবেশনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে বয়সভিত্তিক আবৃত্তি, গান ইত্যাদি প্রতিযোগিতায় অংশ নেন অতিথিরা। পারফর্মেন্স দেখে তাদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের বাছাই করেন বিচারকগণ। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় মাটি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী বগুড়া, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ শাখার শিল্পীরা অংশগ্রহণ করেন।  

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগীয় উপদেষ্টা আশেক মাহমুদ, কেন্দ্রীয় পিনাকল স্পোর্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াল তালুকদার।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল ইসলাম, কিশোর ফুটবল একাডেমি রাজশাহীর সভাপতি আরমান পারভেজ বুলু, দেশ ট্রাভেলস রাজশাহীর চেয়ারম্যান বজলুর রহমান রতন, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ এর সহ-সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ, মহামেডান স্পোর্টিং ক্লাব ঢাকার সাবেক ফুটবলার রেজাউল করিম রেজা প্রমুখ। 

দিনের শেষভাগে বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরষ্কার তুলে দেন আয়োজক ও অতিথিবৃন্দ।