
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরশন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় নানা কর্মসূচির আয়োজন করে। বুধবার এক বর্ণাঢ্য র্যালীর মধ্য দিয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার,উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার কামরুল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুবুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মাসুদ রানা, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের বিভাগীয় ব্যবস্থাপক নূর হোদা প্রমূখ উপস্থিত ছিলেন।