
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবসে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের (দূর্যোগ ব্যবস্থাপনা শাখা) আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় উপজেলা চÍবর থেকে র্যালী বের করা হয়। র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান, সদও ইউনিয়নের চেয়ারম্যান চন্দনা সারমিন রুমকি, রাণীনগর ফায়ার সার্ভিস ষ্টেশন লিডার দেলোয়ার হোসেন ও সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। সভা শেষে ফায়ার সার্ভিস ষ্টেশনের উদ্যোগে দূর্যোগ মোকাবেলায় বিভিন্ন মহরা অনুষ্ঠিত হয়।