Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / রাণীনগরে দেড় কেজি গাঁজাসহ আটক ২ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাণীনগরে দেড় কেজি গাঁজাসহ আটক ২

May 31, 2023 05:38:34 PM   উপজেলা প্রতিনিধি
রাণীনগরে দেড় কেজি গাঁজাসহ আটক ২

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী দুই জনকে আটক করেছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় তাদেরকে আটক করা হয়। এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ উপজেলার পূর্ব বালুভরা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় শ্যামল মৃধা ওরফে কালু (৩৭) ও শাহিনুর রহমান (৩০) নামে দুইজনকে আটক করা হয়।আটককালে তাদের নিকট থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক শ্যামল উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের ছায়ের আলীর ছেলে এবং শাহিন একই গ্রামের শমসের আলীর ছেলে। এর মধ্যে শ্যামলের নামে একাধীক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।