Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / রাণীনগরে ধান ব্যবসায়ীর ৯ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাণীনগরে ধান ব্যবসায়ীর ৯ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ

February 23, 2023 12:03:33 AM   দেশজুড়ে ডেস্ক
রাণীনগরে ধান ব্যবসায়ীর ৯ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে হেলাল হোসেন (৪২) নামে এক ধান ব্যবসায়ীকে মারপিট করে প্রায় ৯ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধা রাতে উপজেলার আবাদপুকুর-আদমদীঘি রাস্তার পারইল ব্রীজের নিকট এঘটনা ঘটে।

এ ঘটনায় বুধবার বিকেল তিনটা নাগাদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ব্যবসায়ী হেলাল হোসেন উপজেলার পারইল গ্রামের লেকেন্দার আলীর ছেলে এবং সে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য।

ভুক্তভোগী হেলাল হোসেন বলেন, নাটোরের সিংড়ার কালীগঞ্জ এলাকায় ১৪০ বস্তা আতব ধান ক্রয় করেছেন। মঙ্গলবার সন্ধায় ওই ধান নিতে আটলক্ষ ৭০ হাজার টাকা নিয়ে মোটরসাইকেল যোগে যাবার সময় পারইল ব্রীজের নিকট পৌছলে ৭/৮জন পথরোধ করে মারপিট করে টাকা ছিন্তাই করে নিয়ে যায়। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেল ও ভাংচুর করে। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় ব্যবসায়ী হেলাল উদ্দীন বাদী হয়ে বুধবার বিকেল ৩টা নাগাদ চার জনের নাম উল্লেখসহ আরো ৩-৪ জনকে অজ্ঞাতনামা করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।