
রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বাবলুর সঙ্গে মত বিনিময় ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেছেন নবগঠিত জেলা মোবাইল ব্যবসায়ী সমিতি। বৃহস্পতিবার জেলা পরিষদ কার্যালয়ে সমিতির নেতৃবৃন্দ তার সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
গত ২১ আগস্ট রংপুর জেলা মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির ৩১ বিশিষ্ট প্রতিষ্ঠাতা কমিটি গঠন করা হয়। প্রতিষ্ঠাতা কমিটির সভাপতি খোরশেদ আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক শোয়েব আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নেতৃবৃন্দ বলেন, আমরা পর্যায়ক্রমে রংপুর বিভাগের যত মোবাইল ফোন দোকানদার আছেন সকলকে এই কমিটির আওতাভুক্ত করবো। সকলের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি।
এসময় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আরমান হোসেন পিয়াল, মিরাজুল ইসলাম শাহাদাৎ, মাসুদ রানা, রুহুল আমিন লিটন, জাহাঙ্গীর আলম, আহসান উজজামান চঞ্চল, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুমন প্রমুখ।