Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / রমজানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কঠিন: বাইডেন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রমজানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কঠিন: বাইডেন

March 09, 2024 09:56:27 AM   আন্তর্জাতিক ডেস্ক
রমজানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কঠিন: বাইডেন

রমজানের মধ্যে গাজায় যুদ্ধবিরতি চুক্তি অত্যন্ত কঠিন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাছাড়া পূর্ব জেরুজালেমের চলমান সহিংসতা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।

এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকার্তরা জানিয়েছেন, গাজার আল-শিফা হাসপাতালে অপুষ্টিজনিত ও পানিশূন্যতায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে সেখানে এই সম্পর্কিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে।


গত ৭ অক্টোবরের পর গাজায় ইসরায়েলের হামলায় ৩০ হাজার ৮৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭২ হাজার ৪০২ জন।

অন্যদিকে গাজায় নারীদের ওপর চলা ভয়াবহ নির্মমতার চিত্র স্মরণ করিয়ে দিয়েছে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থা। শক্রবার (৮ মার্চ) এটি সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর অবরুদ্ধ উপত্যকাটিতে প্রতিদিন ৬৩ জন নারী প্রাণ হারাচ্ছেন।


সংস্থাটি জানায়, সেখানে থাকা নারীরা প্রতিদিন যুদ্ধের ভয়াবহ পরিণতি ভোগ করছেন। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত নয় হাজার নারী প্রাণ হারিয়েছেন। তাছাড়া ধ্বংসস্তুপে চাপা পড়েছে আরও বহু।

সূত্র: আল-জাজিরা