Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / রমজানে ১০ টাকা লিটারে দুধ বিক্রি করছে জেসি এগ্রো ফার্ম - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রমজানে ১০ টাকা লিটারে দুধ বিক্রি করছে জেসি এগ্রো ফার্ম

March 05, 2025 08:43:53 PM   উপজেলা প্রতিনিধি
রমজানে ১০ টাকা লিটারে দুধ বিক্রি করছে জেসি এগ্রো ফার্ম

কিশোরগঞ্জ সদর প্রতিনিধি:
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার রৌহা গ্রামে অবস্থিত জেসি এগ্রো ফার্ম এবারও রমজানজুড়ে মাত্র ১০ টাকা লিটার দরে দুধ বিক্রির কার্যক্রম শুরু করেছে। বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মো. এরশাদ উদ্দিনের এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে।

চার বছর আগে প্রতিষ্ঠিত এই খামারে বর্তমানে তিন শতাধিক গরু রয়েছে, যার মধ্যে ২০টি গরু প্রতিদিন ৭০-৮০ লিটার দুধ দিচ্ছে। সেই দুধ ১০ টাকা লিটার দরে বিক্রির পাশাপাশি অসহায়দের জন্য বিনামূল্যেও দেওয়া হচ্ছে।

জেসি এগ্রো ফার্মের চেয়ারম্যান ও বাংলাদেশ মিলস্কেল রি-প্রসেস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এরশাদ উদ্দিন বলেন, “রমজান মাসে দুধের চাহিদা বাড়ে, অথচ দাম বেড়ে যাওয়ায় নিম্নবিত্ত মানুষ তা কিনতে পারে না। তাই প্রতিবছরের মতো এবারও প্রতিদিন ৭০ জনকে ১ লিটার করে দুধ দিচ্ছি। এই কার্যক্রম রমজানের শেষ দিন পর্যন্ত চলবে।”

জেসি এগ্রো ফার্মের ব্যবস্থাপক হোসেন মোহাম্মদ রিয়াদ জানান, এটি তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ, যা বিগত চার বছর ধরে অব্যাহত রয়েছে।