Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / রুমায় সোনালী ব্যাংক ডাকাতি, ম্যানেজারকে অপহরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রুমায় সোনালী ব্যাংক ডাকাতি, ম্যানেজারকে অপহরণ

April 03, 2024 11:03:12 AM   নিজস্ব প্রতিনিধি
রুমায় সোনালী ব্যাংক ডাকাতি, ম্যানেজারকে অপহরণ

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকের ভল্ট থেকে ১ কোটি ৫৯ লাখ টাকা লুট করে নিয়ে গেছে সশস্ত্র সন্ত্রাসীরা। সেইসঙ্গে ওই শাখার ম্যানেজার ও নিরাপত্তায় থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অস্ত্রও কেড়ে নিয়ে গেছে তারা।  মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, পাহাড়ের সশস্ত্র গ্রুপ কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) শতাধিক সদস্য গতকাল রাতে রুমা বাজারে এসে মসজিদ ও ব্যাংক ঘেরাও করে। এ সময় তারা সেখানকার সবাইকে জিম্মি করে এবং ব্যাংকের ভল্টে থাকা ১ কোটি ৫৯ লাখ টাকা ও ডিউটি পুলিশের ১০টি অস্ত্র ও আনসার বাহিনীর ৪টি অস্ত্র ছিনিয়ে নেয়। ঘটনাস্থল থেকে যাওয়ার সময় তারা ব্যাংকের ওই শাখার ম্যানেজারকে সঙ্গে করে নিয়ে যায়।

রুমা থানার ওসি দিদারুল জানান, কেএনএফের শতাধিক সদস্য এসে বাজারের মসজিদ ও ব্যাংক ঘেরাও করে ব্যাংক লুট করে। এ সময় পুলিশ ও আনসার সদস্যের ১৪টি অস্ত্র কেড়ে নেওয়ার পাশাপাশি সোনালী ব্যাংকের ম্যানেজারকেও তুলে নিয়ে গেছে তারা।