Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / র‍্যাংকিংয়ের চূড়ায় জকোভিচ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

র‍্যাংকিংয়ের চূড়ায় জকোভিচ

January 31, 2023 05:45:20 PM   স্পোর্টস ডেস্ক
র‍্যাংকিংয়ের চূড়ায় জকোভিচ

মেলবোর্নের রড লেভার অ্যারেনায় এর আগেও ট্রফি নিয়ে উচ্ছ্বাস করেছেন। গত রোববার অস্ট্রেলিয়ান ওপেনে গ্রিসের স্টেফানো সিসিপাসকে হারিয়ে দশম গ্র্যান্ড স্লাম জেতার পর চোখ দিয়ে পানি ঝরে নোভাক জকোভিচের। টেনিসের উন্মুক্ত যুগে পুরুষ এককে রাফায়েল নাদালের সমান ২২টি গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তির পর সোমবারের সকালটি সার্বিয়ান এ টেনিস তারকার জন্য ছিল অন্যরকম। 
টুর্নামেন্টের রীতি মেনে গতকাল সকালে মেলবোর্নের ইয়ারা নদীর তীরে শিরোপা উদযাপন করেছেন। সেখানে ভক্তদের অটোগ্রাফ দিয়ে, তাদের সঙ্গে সেলফি তুলে দারুণ সময় কাটিয়েছেন জকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনের হারানো সাম্রাজ্য পুনরুদ্ধারের সঙ্গে টেনিস র‍্যাংকিংয়ে চূড়ায় উঠেছেন তিনি।
চার ধাপ উন্নতিতে এখন এটিপি র‍্যাংকিংয়ে এক নম্বরে জকোভিচ। ইনজুরির কারণে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে না পারা স্পেনের কার্লোস আলকারাজ নেমে গেছেন দুইয়ে। দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেওয়া রাফায়েল নাদাল চার ধাপ নেমে গিয়েছেন। তার অবস্থান ছয়ে।