Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজধানী / রাজধানীতে জাল ভিসা তৈরি চক্রের সদস্য গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাজধানীতে জাল ভিসা তৈরি চক্রের সদস্য গ্রেফতার

November 18, 2022 07:57:36 AM  
রাজধানীতে জাল ভিসা তৈরি চক্রের সদস্য গ্রেফতার

ঢাকা:

রাজধানীর নিউ বেইলি রোড এলাকায় অভিযান চালিয়ে ফয়েজুল্লাহ নামে এক মানবপাচারকারী ও জাল ভিসা প্রস্তুতকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (১৫ নভেম্বর) রাজধানীর নিউ বেইলি রোড এলাকায় সিআইডির মানবপাচার অপরাধ দমন ইউনিটের একটি দল অভিযান চালায়। এ সময় ফয়েজুল্লাহকে গ্রেফতার করা হয়। তিনি কানাডাসহ ইউরোপের বিভিন্ন দেশে মানবপাচার চক্রের অন্যতম সদস্য।

তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে এবং বাংলাদেশ পাসপোর্ট আদেশের ধারায় মামলা করা হয়েছে বলে জানান সিআইডির ওই কর্মকর্তা।