
রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি:
লক্ষীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ চরবংশী ইউপির মিয়ারহাট এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম রাসেল হোসেন (১৪)। সে দক্ষিণ চরবংশী ইউপির চরকাচিয়া গ্রামের বেপারি বাড়ির ভুট্টো বেপারির ছেলে। সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ১৫ জন আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শাহজালাল রাহুল দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন ০৮নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলামের অনুসারীদের মধ্যে দীর্ঘ দিন ধরে জমি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন দুপুরে মিয়ারহাট এলাকায় মেঘনার ওপারে তুচ্ছ ঘটনায় কথাকাটির এক পর্যায়ে রাহুলের মাছ ঘাটের ম্যানেজার ফারখ কারিকে মারধর করে নজরুলের ইসলামের শ্যালকসহ লোকজন। এতে দুই গ্রুপে সংঘর্ষ লেগে যায়। এসময় পুলিশ কর্মকর্তাসহ ২০ জন আহত হয়। ঘটনাস্থলেই ইউপি সদস্য নজরুলের ভাতিজা রাসেল নিহত হয়। আহতদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে এ ঘটনায় নিহত রাসেলের মা ফাতেমা বেগম বাদী হয়ে ৬ জনকে আসামী করে রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- জাকারিয়া রাকিব (৩৩), শাহ জালাল রুাহুল (৪৫), সোহাগ (২৭), ফারুক কারী (৪০), মিনাজল হক (৪৫)।
এদিকে ঘটনার পর লক্ষীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য এডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন এমপি, পুলিশ সুপার রায়পুর সার্কেল আব্দুল্লাহ মো. শেখ সাদী ও রায়পুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শিপন বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল থেকে দেশি ধারালো অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।