
বরিশাল সদর প্রতিনিধি:
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে ঘটা এই অগ্নিকাণ্ডের পর হাসপাতালে আতঙ্ক সৃষ্টি হয় রোগী ও তাদের স্বজনদের মধ্যে। আগুনের সূত্রপাত হয় হাসপাতালের মেডিসিন ইউনিটের গোডাউনে, যেখানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ধারণা করা হচ্ছে। আগুনের কারণে গোডাউনটি পুরো ধোঁয়ায় ঢেকে যায়।
বরিশাল ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মিজানুর রহমান জানিয়েছেন, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এ কাজে হাসপাতালের স্থানীয় আনসার বাহিনী ও আশপাশের সাধারণ মানুষও সাহায্য করেন। হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত নার্স ও আনসার সদস্যরা রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন, যাতে কোনো ধরনের হতাহতের ঘটনা না ঘটে।
হাসপাতালের আশেপাশের স্থানীয়রা জানান, ধোঁয়া বের হতে দেখে তারা আগুন লাগার বিষয়টি ফায়ার সার্ভিসকে জানান। তুলাসহ অন্যান্য দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে, ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যানুযায়ী, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। পরবর্তী সময়ে বিস্তারিত তদন্তের মাধ্যমে আগুনের সঠিক কারণ এবং ক্ষতির পরিমাণ জানা যাবে।