
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর পৌরসভার উজিলাব এলাকায় অন্তর্দ্বন্দ্বের জেরে ছাত্রলীগের সহযোগিতায় ওয়ার্ড বিএনপির অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। সোমবার (২৬ আগস্ট) রাত ৮টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার সমন্বয়ক রাকিব হোসেন। তাকে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। হামলায় অফিসের প্রায় ৩০-৩৫টি চেয়ার ভাঙচুর করা হয়।
শ্রীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আবুল হোসেন জানান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাসান সরকার চিহ্নিত ছাত্রলীগ নেতা মিনহাজ এবং অপর ছাত্রলীগ কর্মী রামিম সরকারসহ কয়েকজনকে নিয়ে এই হামলা চালায়। তিনি দাবি করেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টারের নির্দেশে এই হামলা সংঘটিত হয়েছে।
হামলায় আহত রাকিব হোসেন উজিলাব গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। হামলার সময় তিনি অফিসের পাশে বসে ছিলেন।
অভিযুক্ত হাসান সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, একটি তর্ক-বিতর্কের পর রাগের মাথায় এই হামলা করেন। তবে তিনি দাবি করেন, মিনহাজ ও রামিম যে ছাত্রলীগের কর্মী তা তিনি জানতেন না।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার তার সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেন এবং বলেন, হাসান সরকার আমার ভাগ্নি জামাতা হলেও এই ঘটনার সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।
ওয়ার্ড বিএনপির সভাপতি নঈম উদ্দিন ফকির ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানান।
শ্রীপুর পৌর বিএনপির সভাপতি মারুফ আহমেদ বলেন, এই ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।