Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুর পৌরসভার উদ্যোগে ৬৫০ টাকা কেজি দরে মাংস বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুর পৌরসভার উদ্যোগে ৬৫০ টাকা কেজি দরে মাংস বিতরণ

March 02, 2025 11:50:43 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুর পৌরসভার উদ্যোগে ৬৫০ টাকা কেজি দরে মাংস বিতরণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে শ্রীপুর পৌরসভার পক্ষ থেকে একটি মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পৌরসভা কর্তৃপক্ষ একটি ব্যানারে জানিয়ে দিয়েছে, "স্বল্প মূল্যে গরুর গোস্ত বিক্রয় কেন্দ্র," যেখানে মাত্র ৬৫০ টাকায় পাওয়া যাবে ফ্রেশ গরুর গোস্ত। একে অত্যন্ত সুবিধাজনকভাবে একজন ক্রেতার জন্য এক কেজি মাংস নির্ধারিত করা হয়েছে।

এ উদ্যোগের সব দিকনির্দেশনা প্রদান করছেন শ্রীপুরের নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ। সরেজমিনে দেখা গেছে, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬৫০ টাকায় ১ কেজি গরুর মাংস বিক্রি করা হচ্ছে। স্থানীয় প্রশাসন বিশেষভাবে লক্ষ্য রাখছে যাতে সাধারণ মানুষ কোনো ভোগান্তির সম্মুখীন না হয় এবং সঠিকভাবে মাংস সংগ্রহ করতে পারে।

এছাড়া শ্রীপুরের নির্বাহী কর্মকর্তা নিজেই উপস্থিত থেকে মাংস ক্রেতাদের হাতে মাংস তুলে দেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ বলেন, "গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফিন স্যারের নির্দেশনায়, পবিত্র মাহে রমজান উপলক্ষে শ্রীপুর পৌরসভার অস্বচ্ছল এবং মধ্যবিত্ত পরিবারের জন্য বাজার মূল্য থেকে ১০০ টাকা কমে গরুর মাংস বিক্রি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এক কেজি গরুর মাংস পাওয়া যাবে ৬৫০ টাকায়। যদি চাহিদা বৃদ্ধি পায়, তাহলে মাংসের পরিমাণও আরও বাড়ানো হবে, ইনশাআল্লাহ।"

তিনি আরও জানান, "এই উদ্যোগটি পুরো রমজান মাসজুড়ে চলবে, জেলা প্রশাসক নাফিসা আরেফিন স্যারের নির্দেশে।"