
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে বর্ণিল আয়োজনে প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ এপ্রিল) শপথ গ্রহণ, পরিচিতি সভা, রেফেল ড্র সহ দিনব্যাপি বর্ণিল নানা আয়োজনে স্থানীয় সবুজ পাতা রিসোর্টে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ্রীপুর উপজেলা প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মোঃ ইকবাল হোসেন সবুজ এমপি।
সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রণয় ভূষণ দাস, গাজীপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শাহ আলম সিকদার, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান, উপদেষ্টা অধ্যাপক ডা: হুমায়ুন কবির খান, ডা: মুজাহিদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সফিউদ্দিন মোড়ল, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ মাহতাব উদ্দিন, মাওনা ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম খোকন, পৌরসভার প্যানেল মেয়র আমজাদ হোসেন, পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ হাবিবুল্লাহ,কাউন্সিলর আহমেদুল কবির মন্ডল দারা,অধ্যাপক রফিকুল ইসলাম, আব্দুল হান্নান মিয়া,ইজ্জত আলী ফকির,ডা:মোঃ হুজ্জাতুল ইসলাম পলাশ,ডা: মাহমুদুল হাসান, আলহাজ্ব আবদুল বারেক, ডা: মুশফিকুর রহমান পলাশ,জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি কাজিম উদ্দীন কাজী, অর্থ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান খান হাবিব, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহজাহান, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ খোকন মিয়া, হাজ্বী রফিকুল ইসলাম, আব্দুল লতিফ,মাহমুদুর রহমান পলাশ,মাসুদ খান,মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন, যুগ্ন সম্পাদক জুনাইদ হাবীব রুবেল, অর্থ সম্পাদক সাইদুল ইসলাম রিপন,প্রচার সম্পাদক নূর আলম বাবু, ধর্ম বিষয়ক সম্পাদক সোহেল মিয়া প্রমুখ।
সন্ধ্যায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও রেফেল ড্র মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি হয়।