Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / শ্রীপুরে মামলা তুলে না নেওয়ায় বাদীকে কোপানোর অভিযোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুরে মামলা তুলে না নেওয়ায় বাদীকে কোপানোর অভিযোগ

April 26, 2025 08:34:59 PM   অনলাইন ডেস্ক
শ্রীপুরে মামলা তুলে না নেওয়ায় বাদীকে কোপানোর অভিযোগ

মাগুরার শ্রীপুর উপজেলার দরিবিলা গ্রামে একটি মামলার বাদী জামাল বিশ্বাস (৪২) কে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়েছে। শুক্রবার ভোর ৫ টার দিকে এই ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জামাল বিশ্বাস ২০২০ সালে এক ঘটনা নিয়ে মামলায় বাদী হন। সেই মামলার জন্য তাকে এবং তার পরিবারকে নানা সময় হুমকির সম্মুখীন হতে হয়। শুক্রবার সকালে শ্রীপুর আসার পথে শ্রীকোল ক্যানেলের ব্রীজে তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে যায় হামলাকারীরা। হামলায় জড়িত থাকার অভিযোগে নাজমুল শেখ, সাজিদ শেখ, জিল্লুর শেখ, মনির হোসেন শেখ, রাকিব শেখ, সিজান শেখ, শিবলু শেখ, শহিদুল ইসলামসহ ১০ থেকে ১৫ জনের নাম উঠে এসেছে। পরে স্থানীয়রা জামাল বিশ্বাসকে উদ্ধার করে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠান। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।