Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

March 28, 2025 02:41:56 PM   অনলাইন ডেস্ক
শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে রোজাদারদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজানের ২৬তম দিন, ১৪৪৬ হিজরি মোতাবেক ২৭ মার্চ ২০২৫ ইং বৃহস্পতিবার, উপজেলার কালীঘাট ইউনিয়নের ফুলছড়া চা বাগান জামে মসজিদ প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়।

শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাবের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও এলাকার রোজাদার মুসল্লিদের অংশগ্রহণে আয়োজিত এই ইফতার মাহফিলে শিশু রোজাদাররাও অংশ নেন। পবিত্র রমজানের পবিত্রতা রক্ষায় ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে আয়োজিত এ ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ দেশ গঠন ও কুসংস্কার মুক্ত সমাজ বিনির্মাণের প্রত্যাশা ব্যক্ত করেন।

ফুলছড়া চা বাগান জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ আব্দুস সোবহান বলেন, "শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাবের সকল সাংবাদিকদের ধন্যবাদ জানাই, যারা আমাদের এখানে এসে আমাদের সাথে ইফতার করেছেন। আমাদের মুসল্লি ও রোজাদারদের পাশাপাশি শিশুদের অংশগ্রহণ অত্যন্ত সুন্দর ছিল। আমরা শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাবের উত্তোরত্তর উন্নতি কামনা করি।"

এ সময় স্থানীয় প্রবীণ ব্যক্তি মোঃ আবু বকরসহ অনেকেই শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাবকে ধন্যবাদ জানান এবং এই মহতী আয়োজনে অংশ নিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাবের সদস্য মোঃ ধন মিয়া, আবদাল মিয়া, রমা রঞ্জন দেব, জয়নাল আবেদীন, "তৃতীয় মাত্রা"-এর শ্রীমঙ্গল প্রতিনিধি রুপক দত্ত চৌধুরী, সংগঠনের সাবেক সেক্রেটারি মুনসুর আহমেদ, জুড়ি প্রেস ক্লাবের হুমায়ূন রহমান বাপ্পী, অত্র সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারি আব্দুল মজিদ ও "আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম" সম্পাদক ও সংগঠনের সভাপতি আনিসুল ইসলাম আশরাফীসহ অন্যান্য সদস্যরা।

এছাড়াও, ফুলছড়া চা বাগান জামে মসজিদের সম্মানিত মুরুব্বি, মুসল্লিগণ, শিশু ও যুব শ্রেণীর অনেকেই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে ফিলিস্তিনের নির্যাতিত মজলুম মুসলিমদের জন্য মহান আল্লাহর সাহায্য কামনা করা হয়। পাশাপাশি, উক্ত মাহফিলে অংশগ্রহণকারী ও সহযোগিতাকারীদের মৃত আত্মার মাগফিরাতের জন্য দোয়া করা হয়।