Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শোলাকিয়া ঈদগাহের ইমাম হলেন একেএম সাইফুল্লাহ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শোলাকিয়া ঈদগাহের ইমাম হলেন একেএম সাইফুল্লাহ

March 02, 2025 11:49:13 PM   উপজেলা প্রতিনিধি
শোলাকিয়া ঈদগাহের ইমাম হলেন একেএম সাইফুল্লাহ

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহের ইমাম হিসেবে মাওলানা ফরিদ উদ্দীন মাসউদকে সরিয়ে আবারও মাওলানা একেএম সাইফুল্লাহকে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।

রোববার জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে ঈদ জামাত প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ঈদগা কমিটির সভাপতি এবং জেলা প্রশাসক ফৌজিয়া খান।

সভায় জানানো হয়, এবারের ঈদুল ফিতরে শোলাকিয়া ঈদগাহ মাঠে ১৯৮তম জামাত অনুষ্ঠিত হবে, যেখানে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের। ঈদ জামাত শুরু হবে সকাল ১০টায়। এ তথ্য নিশ্চিত করেছেন ঈদগা কমিটির সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়া।

মাওলানা একেএম সাইফুল্লাহ কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তিনি দীর্ঘ ২০ বছর কিশোরগঞ্জ বড় বাজার জামে মসজিদে খতীব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ১৯৭৫ থেকে ২০০৩ সাল পর্যন্ত দায়িত্ব পালনকারী প্রিন্সিপাল মুফতী আবুল খায়ের মোহাম্মদ নূরুল্লাহ (রহ.)’র সুযোগ্য উত্তরসূরী।

মাওলানা সাইফুল্লাহ জানান, তিনি ২০০৪ সাল থেকে শোলাকিয়া ঈদগাহে ইমামতির দায়িত্ব পালন শুরু করেন। তবে, ২০০৯ সালের ২ সেপ্টেম্বর তাকে ইমামতি থেকে সরিয়ে দেয়া হয়।