Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / শুরু হচ্ছে ওয়ালটন বিএসআরএফ স্পোর্টস ফেস্টিভাল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শুরু হচ্ছে ওয়ালটন বিএসআরএফ স্পোর্টস ফেস্টিভাল

November 27, 2022 11:57:10 PM   স্টাফ রিপোর্টার
শুরু হচ্ছে ওয়ালটন বিএসআরএফ স্পোর্টস ফেস্টিভাল

আগামীকাল থেকে শুরু হচ্ছে ওয়ালটন বিএসআরএফ স্পোর্টস ফেস্টিভাল-২০২২। সোমবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন এ ফেস্টিভালের উদ্বোধন করবেন।

রোববার (২৭ নভেম্বর) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি তপন বিশ্বাস এ তথ্য জানান।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক মাসউদুল হক এবং ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস) এফ এম ইকবাল বিন আনোয়ার উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ফেস্টিভালে মোট ৭টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৬টি বিএসআরএফ সদস্যদের জন্য। একটি ইভেন্ট থাকবে সদস্য নয় এমন সাংবাদিকদের জন্য।

ইভেন্টগুলো হচ্ছে- দাবা, একক ক্যারাম, দ্বৈত ক্যারাম, তাস, টেবিল টেনিস, লুডু (বিএসআরএফ সদস্যদের জন্য)। এছাড়া বিএসআরএফের সদস্য নয় এমন সাংবাদিকদের জন্য থাকছে শুধুমাত্র লুডুতে অংশ নেওয়ার সুযোগ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএসআরএফের যুগ্ম সম্পাদক মেহেদী আজাদ মাসুম, দপ্তর সম্পাদক মো. মোসকায়েত মাশরেক, কার্যনির্বাহী সদস্য শাহাদাত হোসেন (রাকিব), রুবায়েত হাসান প্রমুখ।