Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে পিকআপের ধাক্কায় বেকারির বিক্রয় প্রতিনিধি নিহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুরে পিকআপের ধাক্কায় বেকারির বিক্রয় প্রতিনিধি নিহত

August 12, 2022 07:10:55 AM  
শ্রীপুরে পিকআপের ধাক্কায় বেকারির বিক্রয় প্রতিনিধি নিহত

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে মুরগী বহনকারী পিকআপের ধাক্কায় ময়লার স্তুপে চাপা পড়ে বেকারি কারখানার বিক্রয় প্রতিনিধি ইকরাম হোসেন (২৮) নিহত হয়েছে।

নিহত ইমরান হোসেন কাপাসিয়া উপজেলার কাড়িহাতা ইউনিয়নের পেওরাইদ গ্রামের সুবেদ আলীর ছেলে। সে গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার জম জম বেকারির ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করত।i

বৃহস্পতিবার (১১ই আগস্ট) সকাল সাড়ে ৯টায় দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় এদুর্ঘটনার ঘটে।

মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, নিহত ইকরাম হোসেন সড়কের উল্টো পাশ দিয়ে বেকারি বহনকারী ভ্যানগাড়ি নিয়ে বাঘের বাজারের দিকে যাচ্ছিল। এসময় ময়মনসিংহগামী দ্রুত গতির মুরগীর পিকআপ নিয়ন্ত্রন হারিয়ে ভ্যানগাড়িকে ধাক্কা দিয়ে ময়লার স্তুপে চাপা দিলে ইকরামের পুরো দেহ ময়লার ভিতর চলে যায়। ঘটনাস্থলেই ইমরান নিহত হয়।

স্থানীয়রা ময়লা সরিয়ে ইকরামের লাশ বেরকরে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত পিকআপ ও ভ্যান আটক করলেও পিকআপের চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।