
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা:
১০ বছর যাবৎ চলছে একটি মাত্র মামলার তদন্ত, ৮জন তদন্তকারী কর্মকর্তার পরিবর্তন, ৪ বার আদালতে চার্জশিট দাখিল করার পরও বাদীর আপত্তির মুখে তা গ্রহণ করেনি আদালত। এ মামলাটি মিথ্যা দাবি করে মামলা হতে অব্যাহতি পেতে গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন করেছে অভিযুক্তরা।
শুক্রবার (২৬ আগস্ট) সকাল ১১টায় শ্রীপুর পৌরসভার কেওয়া পুর্ব খন্ড এলাকায় এ মানববন্ধন করা হয়। উল্লেখ্য ২০১৩ সালের ১৮ জুন কেওয়া পুর্ব খন্ড গ্রামের এনামুল হক একচানের ছেলে আতিকুল ইসলাম (২০) বিকেলে বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। পরদিন ১৯ জুন তার লাশ ওই পুকুর থেকে বাসমান অবস্থায় উদ্ধার করে। পরে নিহতের মা ঝরনা আক্তার বাদী হয়ে ২০ জুন শ্রীপুর থানায় মামলা নং ৪৬(৬)১৩ দায়ের করে।
মামলাটি প্রথমে শ্রীপুর থানা,পরে গাজীপুর ডিবি, গাজীপুর সিআইডি, পিবিআই গাজীপুর, সিআইডি মালিবাগ তদন্ত করে ৪ বার আদালতে চার্জসীট দাখিল করেন। ৪বারই বাদীনি আদালতে পুনঃতদন্তের আবেদন করে। বর্তমানে মামলাটি তদন্ত করছেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ ছানোয়ার হোসেন।
দীর্ঘ ১০ বছরে এমামলাটি ডিবি, সিআইডি, পিবিআই তদন্ত করে ৪ বার আদালতে চার্জশিট দাখিল করার পরও মামলার বাদীনির মন মতো না হবার কারনে তার আপত্তির মুখে আদালত অধিকতর তদন্তের জন্য সংস্থা পরিবর্তন করে তদন্তের নির্দেশ দিয়ে আসছেন।
মানববন্ধনে অভিযুক্তরা দাবি করেন, পুর্ব শত্রুতার ধের ধরে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানী করে আসছে। মামরাটির বিচারকার্য শুরু হলে আদালতে অভিযুক্তরা নির্দোষ প্রমাণ হবে সেই আসংখ্যায় বাদীনি বার বার তদন্তের নামে আপত্তি দিয়ে হয়রানী করে তাদেরকে ন্যায় বিচারক থেকে বঞ্চিত করছে। এছাড়াও বাদীনি বার বার আপত্তি দিয়ে পুলিশের বিভিন্ন সংস্হা দিয়ে তদন্ত করিয়ে হয়রানির পাশাপাশি আপোষের প্রস্তাব দিয়ে জমি এবং টাকা দাবী করছে। এই হয়রানি মূলক মিথ্যা মামলা হতে অব্যাহতি পেতে তারা পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, মামলাটি ইতোপুর্বে সিআইডি দুইবার এবং ডিবি পুলিশ ও পিটিআই তদন্তকরে আদালতে চার্জসীট দাখিল করেছিল। বর্তমানে পুলিশ সুপার কিংবা সহকারী পুলিশ সুপার পর্যায়ের কর্মকর্তাদের দ্বারা তদন্ত করার জন্য আদালতের এমন নির্দেশনা পেয়ে মামরাটি তদন্ত করছি। তদন্ত অব্যাহত আছে এবং তদন্তে পাওয়া সত্যটাই আদলতে দাখিল করা হবে বলে জানান তিনি।