
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা:
গাজীপুরের শ্রীপুরের জৈনা বাজার এলাকায় মালবাহী ট্রাকে অভিযান চালিয়ে বিশ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার বেলা ১২টায় র্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হল রাজশাহী জেলার দুর্গাপুর থানার শালঘড়িয়া গ্রামের মৃত তাহের মোল্লা’র ছেলে নাজমুল (৪৩) ও একই জেলার বিলপুকুর থানার ভাংরা গ্রামের খলিলুর রহমানের ছেলে মমিন আলী (২৫)।
র্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে পোড়াবাড়ি ক্যাম্পের র্যাবের একটি দল গোপন সংবাদে জানতে পারে একটি ট্রাক যোগে কুমিল্লা থেকে গাঁজার বড় একটি চালান গাজীপুর হয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছে। সংবাদ পাওয়া মাত্রই র্যাবের একাধিক টিম ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নজরদারি বৃদ্ধিসহ চেকপোস্ট বসানো হয়। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকার সাহাবুদ্দিন সুপার মার্কেটের সামনে বসানো চেকপোস্টে ঢাকামেট্টো-ট-২২-৮২২৫ নম্বরের একটি ট্রাককে চ্যালেঞ্জ করে তল্লাশি চালানো হয়। এসময় ২০ কেজি গাঁজাসহ গাঁজা বহনে বিশেষ কাজে ব্যবহৃত ট্রাকসহ দুটি মোবাইল ফোন ও ১৭হাজার টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গাঁজা পরিবহনে নিজেদের সম্পৃক্তরা কথা স্বীকার করে এবং দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে গাঁজা বিক্রি করতো বলে জানায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।