Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ, অস্থায়ী পাসও বাতিল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ, অস্থায়ী পাসও বাতিল

December 28, 2024 12:25:28 PM   অনলাইন ডেস্ক
সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ, অস্থায়ী পাসও বাতিল

সচিবালয়ে নিরাপত্তা জোরদার করতে সরকারের নির্দেশনায় সাংবাদিকদের প্রবেশাধিকার সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে, অস্থায়ী পাসধারী বেসরকারি ব্যক্তিদের সব ধরনের পাস বাতিল করা হয়েছে।

শুক্রবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সচিবালয়ে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সচিবালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্থায়ী এবং অস্থায়ী পাস ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে।

নতুন নিয়মাবলী হলো- সচিবালয়ে শুধুমাত্র কর্মকর্তা-কর্মচারীদের স্থায়ী ডিজিটাল এক্সেস কন্ট্রোল সিস্টেম পাস এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অস্থায়ী প্রবেশ পাস কার্যকর থাকবে; সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড দ্বারা প্রবেশাধিকার স্থগিত করা হয়েছে; বেসরকারি অস্থায়ী পাসধারীদের পাস বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া পাসধারীরা আগামী ১৫ দিনের মধ্যে নতুন করে অস্থায়ী প্রবেশ পাসের জন্য আবেদন করতে পারবেন। এ প্রক্রিয়া বাংলাদেশ পুলিশের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, ডিএমপির বিশেষ সেলে (১৫ আবদুল গণি রোড, ঢাকা) সম্পন্ন হবে। এই সিদ্ধান্ত পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।