Date: October 26, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / স্থগিত কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক ঘোষণা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

স্থগিত কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক ঘোষণা

October 24, 2025 07:02:02 PM   অনলাইন ডেস্ক
স্থগিত কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক ঘোষণা

সরকার কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করার প্রজ্ঞাপন স্থগিত করেছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইট উড্ডয়ন কমিটির সভাপতি গ্রুপ ক্যাপ্টেন মো. নুর-ই-আলম।

তিনি জানান, বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মৌখিকভাবে প্রজ্ঞাপন স্থগিতের নির্দেশ দিয়েছেন। আগামী রোববার (২৬ অক্টোবর) এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে, গত ১২ অক্টোবর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিএ–১ শাখা থেকে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
যুগ্মসচিব আহমেদ জামিল স্বাক্ষরিত সেই প্রজ্ঞাপনে বলা হয়েছিল— “দ্যা সিভিল এভিয়েশন রুল, ১৯৮৪-এর সাব রুল ১৬ অনুযায়ী সরকার কক্সবাজার বিমানবন্দরকে ‘কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর’ হিসেবে ঘোষণা করছে।” জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও তাতে উল্লেখ ছিল।

এরও আগে, গত ২ অক্টোবর থেকেই কক্সবাজার বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার বিষয়ে দেশি ও বিদেশি এয়ারলাইনসগুলোর কাছে চিঠি পাঠানো হয়েছিল।
তবে নতুন নির্দেশে আপাতত এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না, ফলে বিমানবন্দরটির আন্তর্জাতিক কার্যক্রম শুরু করা স্থগিত থাকছে।