
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উপজেলা রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আমীর অধ্যাপক শহীদুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক আতাউর রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, জেলা আমীর ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. আব্দুল করিম এবং জেলা নায়েবে আমীর ও সুন্দরগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাজেদুর রহমান।
প্রধান অতিথি মাওলানা আবদুল হালিম বলেন, “আমরা মানুষকে ভালো কাজের দাওয়াত দেই। ইসলামে সৎকাজে আদেশ ও অসৎ কাজে নিষেধের কথা বলা হয়েছে। আমাদের দুইজন মন্ত্রী রাষ্ট্র পরিচালনায় সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন। ইনশাআল্লাহ আগামীতে মানুষ ইনসাফের প্রতীক দাড়িপাল্লায় ভোট দেবে।”
নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ সম্পর্কে তিনি বলেন, “এই সুপারিশমালা কুরআনের বিধানের সাথে সাংঘর্ষিক। এটি ইসলামী মূল্যবোধ, পারিবারিক কাঠামো ও সামাজিক স্থিতিশীলতা নষ্টের গভীর ষড়যন্ত্র।” তিনি অবিলম্বে সুপারিশমালাটি বাতিলের দাবি জানান।