Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / সেনবাগে প্রচেষ্টা ফাউন্ডেশনের নতুন কার্যালয় উদ্বোধন ও ইফতার বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সেনবাগে প্রচেষ্টা ফাউন্ডেশনের নতুন কার্যালয় উদ্বোধন ও ইফতার বিতরণ

March 10, 2025 08:48:23 PM   উপজেলা প্রতিনিধি
সেনবাগে প্রচেষ্টা ফাউন্ডেশনের নতুন কার্যালয় উদ্বোধন ও ইফতার বিতরণ

সেনবাগ প্রতিনিধি, নোয়াখালী:
পবিত্র মাহে রমজান উপলক্ষে নোয়াখালী সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের পূর্ব দেবিসিংহপুর গ্রামে নতুন কার্যালয় উদ্বোধন এবং ইফতার সামগ্রী বিতরণ করেছে অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টা ফাউন্ডেশন।

শুক্রবার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রচেষ্টা ফাউন্ডেশনের সভাপতি মো. শহিদলু ইসলাম বিপ্লব এবং সঞ্চালনা করেন হাফেজ মো. ইব্রাহিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধন বিক্স ফিল্ডের স্বত্বাধিকারী এবং বিশিষ্ট সমাজসেবক মো. মামুদ কোম্পানি। প্রধান অতিথিসহ সকল অতিথিরা ফিতা কেটে প্রচেষ্টা ফাউন্ডেশনের নতুন অফিস উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রচেষ্টা ফাউন্ডেশনের সহ-সভাপতি নুর মোহাম্মদ মাসুদ, সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন রিমন, প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এমাম হোসেন হৃদয়, ক্রীড়া ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক সৌরভ ইসলাম সজিব, প্রচার সম্পাদক আবদুল আল মামুন, কোষাধ্যক্ষ মো. নুর উদ্দিন, কার্যকরী সদস্য মো. সাজু, আবদুর রহমান লালন, সামছু উদ্দিন সহ আরও অনেকে।

এ সময় প্রায় একশত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

প্রচেষ্টা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এমাম হোসেন হৃদয় বলেন, “যতই তরুণেরা মোবাইল, ইভটিজিং ও নেশার প্রতি আকৃষ্ট হচ্ছে, ততই আমরা ২০২৩ সালে পূর্ব দেবিসিংহপুরে কয়েকজন যুবক মিলে প্রচেষ্টা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করি। বর্তমানে এটি নবীপুর ইউনিয়নের সীমা ছাড়িয়ে আশপাশের ইউনিয়নগুলোতে ছড়িয়ে পড়েছে। ফাউন্ডেশন বিভিন্ন কল্যাণকর কাজের মাধ্যমে এলাকার আস্থা অর্জন করেছে।”

ফাউন্ডেশনের অন্যান্য কাজের মধ্যে রয়েছে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা, অসহায়দের ঘর নির্মাণ, দুস্থ শিক্ষার্থীদের সহায়তা, গরীব মেয়েদের বিবাহের আর্থিক সাহায্য, চিকিৎসা সহায়তা, রক্তদান সহ নানা ধরনের সমাজসেবামূলক কার্যক্রম। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করেন মাওলানা গিয়াস উদ্দিন।