Date: October 26, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / সোনার জুতো হাতে পাওয়ার রাতে হাওয়ায় ভেসে মেসির অবিশ্বাস্য গোল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সোনার জুতো হাতে পাওয়ার রাতে হাওয়ায় ভেসে মেসির অবিশ্বাস্য গোল

October 25, 2025 11:33:21 AM   ক্রীড়া ডেস্ক
সোনার জুতো হাতে পাওয়ার রাতে হাওয়ায় ভেসে মেসির অবিশ্বাস্য গোল

লিওনেল মেসি যেন গোল করার যন্ত্র! চলতি মৌসুমে অন্তত ১১ ম্যাচে জোড়া গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা। আগের ম্যাচে করেছিলেন হ্যাটট্রিক, আর এবার ন্যাশভিলের বিপক্ষে ফিরে গেলেন তার প্রিয় অভ্যাসে—আবারও জোড়া গোল। তার এই দুই গোলের সুবাদে ইন্টার মিয়ামি সহজেই ৩-১ ব্যবধানে জয় তুলে নেয় প্রতিপক্ষের বিপক্ষে।

এই ম্যাচের আগেই মেজর লিগ সকারে (এমএলএস) মেসির গোল সংখ্যা দাঁড়িয়েছিল ২৯-এ, যা তাকে নিশ্চিত করে দিয়েছিল মৌসুমের গোল্ডেন বুট। সেই স্বপ্নের ট্রফিটা হাতে পেয়েই যেন আরও একবার নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন ফুটবল জাদুকর।

ম্যাচের ১৯তম মিনিটে লুইস সুয়ারেজের নিখুঁত ক্রসে হাওয়ায় ভেসে মাথা ছুঁইয়ে অসাধারণ এক গোল করেন মেসি—একটি নিখুঁত “এয়ারিয়াল ফিনিশ”, যা দর্শকদের মুগ্ধ করে দেয়। এরপর মেসির পা থেকেই আসে দ্বিতীয় গোলের সূত্রপাত। ডানদিক থেকে তার পাসে বল পৌঁছায় ইয়ান ফ্রেইয়ের কাছে, যার ক্রসে হেড করে গোল করেন তাদেও আইয়েন্দে।

ম্যাচের যোগ করা সময়ে আসে মেসির দ্বিতীয় গোল—যা হয়তো তার ক্যারিয়ারের অন্যতম সহজতম গোল। জর্দি আলবার ক্রস গোলরক্ষকের হাত ফসকে সরাসরি পৌঁছে যায় মেসির পায়ে, আর তিনি ঠাণ্ডা মাথায় আলতো টোকায় বল জড়িয়ে দেন জালে। এটি ছিল চলতি মৌসুমে তার ১২তম জোড়া গোল।

ন্যাশভিলের হয়ে হানি মুখতার একটি গোল করলেও তা কেবল ব্যবধান কমানোর কাজে আসে। ৩-১ ব্যবধানে জয় পেয়ে ইন্টার মিয়ামি এখন এমএলএস প্লে অফের কনফারেন্স সেমিফাইনালের একদম দোরগোড়ায়। ন্যাশভিলের বিপক্ষে সিরিজে বাকি আছে আরও দুই ম্যাচ, যার মধ্যে একটিতে জিতলেই সেমিফাইনালে নাম লেখাবে মিয়ামি।

তবে স্মৃতি এখনো তাজা—গত মৌসুমেও প্রথম ম্যাচে জিতেও পরের দুই ম্যাচে হেরে ছিটকে গিয়েছিল তারা। তাই এবার মেসি-সুয়ারেজ-আলবা ত্রয়ী নিশ্চয়ই কোনো ভুলের সুযোগ রাখবেন না।
সোনার জুতো হাতে পাওয়ার রাতে হাওয়ায় ভেসে করা সেই অবিশ্বাস্য গোল যেন আরও একবার মনে করিয়ে দিল—মেসি মানেই জাদু!