Date: May 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সিপিআর ও সিআরএ'র আয়োজনে প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সিপিআর ও সিআরএ'র আয়োজনে প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

September 07, 2024 12:52:27 AM   দেশজুড়ে ডেস্ক
সিপিআর ও সিআরএ'র আয়োজনে প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) এর সাংবাদিকদের অংশগ্রহণে এবং সিপিআর গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ২০২৪ সালের প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম নগরীর খুলশী স্বস্বি ট্রার্ফ মাঠে এ ফাইনাল অনুষ্ঠিত হয়।

ফাইনালে মুখোমুখি হয় সিআরএ এর সভাপতি টিম পদ্মা এবং সাধারণ সম্পাদক টিম যমুনা। জমজমাট এ খেলায় টিম যমুনা ১ গোলে টিম পদ্মাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিআরএ এর সাধারণ সম্পাদক এনএ খোকন এবং সঞ্চালনা করেন প্রচার সম্পাদক সাইফুদ্দিন রমিজ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ী-বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সিপিআর গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ রাসেল।

তিনি তাঁর বক্তব্যে বলেন, "খেলাধুলা মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। সাংবাদিকদের এমন আয়োজনে আমার প্রতিষ্ঠান সিপিআর অংশগ্রহণ করতে পেরে আমি গর্বিত।"

ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন সিআরএ সংগঠনের সহ-প্রচার সম্পাদক মিলন এবং সেরা গোলরক্ষক হন আজাদ। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সংবাদকর্মীদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিআরএ-এর সহ-সভাপতি মো: রাজু, যুগ্ম সম্পাদক বেলাল ও কাদের রাজু, অর্থ সম্পাদক রাশেদ, সাংগঠনিক সম্পাদক মো: রুবেল, দপ্তর সম্পাদক আশরাফ, সহ-দপ্তর সম্পাদক শাওন, সহ-আপ্যায়ন সম্পাদক মিনহাজ, ক্রীড়া সম্পাদক সাজ্জাদ, কার্যকরী সদস্য নজিব ও এবাদুল প্রমুখ।