Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / সব ধরনের ক্রিকেট থেকে ১০ মাস নিষিদ্ধ শহিদুল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সব ধরনের ক্রিকেট থেকে ১০ মাস নিষিদ্ধ শহিদুল

July 15, 2022 06:34:25 AM  
সব ধরনের ক্রিকেট থেকে ১০ মাস নিষিদ্ধ শহিদুল

বাংলাদেশ জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন পেসার শহিদুল ইসলাম। এরপর দলের সঙ্গে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সফরে গেলেও কোনো ম্যাচ খেলতে পারেননি।

হয়তো সুযোগের অপেক্ষা করছিলেন। কিন্তু এর মধ্যেই শুনলেন দুঃসংবাদ। তাকে ১০ মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, গত মার্চে শহিদুল থেকে নমুনা নেওয়া হয়। পরীক্ষার পর এতে নিষিদ্ধঘোষিত দ্রব্যের উপস্থিতি পাওয়া গেছে। শহিদুল নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। তবে ইচ্ছেকৃতভাবে নেননি। অন্য একটি চিকিৎসার জন্য ওষুধটি ব্যবহার করেন।

দোষ স্বীকার করায় গত মে মাস থেকেই অন্তবর্তীকালিন নিষেধাজ্ঞা চলছে এই পেসারের। ফলে তার নিষেধাজ্ঞা শেষ হবে আগামী বছরের ২৭ মার্চ। অর্থাৎ ২৮ মার্চ থেকে আবারও ক্রিকেটে ফিরতে পারবেন শহিদুল।