Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / সরকারের আশ্বাসে এক সপ্তাহ পর ক্লাসে ফিরল তিতুমীর শিক্ষার্থীরা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সরকারের আশ্বাসে এক সপ্তাহ পর ক্লাসে ফিরল তিতুমীর শিক্ষার্থীরা

February 04, 2025 02:30:47 PM   জেলা প্রতিনিধি
সরকারের আশ্বাসে এক সপ্তাহ পর ক্লাসে ফিরল তিতুমীর শিক্ষার্থীরা

সরকারের আশ্বাসের ভিত্তিতে আন্দোলন স্থগিত করে এক সপ্তাহ পর ক্লাসে ফিরেছে ঢাকার সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তবে নির্ধারিত সময়ের মধ্যে আশ্বাসের বাস্তবায়ন না হলে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

মঙ্গলবার সকাল পৌনে ৯টা থেকে ১১টা পর্যন্ত ক্লাস চলে এবং সাড়ে ১২টা থেকে তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়। আন্দোলনকারী নেতা নূর মোহাম্মদ জানান, “সাত দিনের জন্য কর্মসূচি স্থগিত থাকবে। এ সময়ে ক্লাস ও পরীক্ষা যথারীতি চলবে। তবে সরকারের দৃশ্যমান সিদ্ধান্তের ওপর নির্ভর করে পরবর্তী কর্মসূচি নির্ধারিত হবে।”

পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রোহান হোসেন বলেন, “আশা করি সরকার আমাদের দাবি মানবে। না মানলে আবার আন্দোলনে ফিরব। পড়াশোনার পরিবেশ চাই, ঝামেলা চাই না।”

ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন, “প্রথম দিন বলে উপস্থিতি কিছুটা কম। তবে ধীরে ধীরে বাড়বে। আমাদের দাবি পূরণ না হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে।”

তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিসহ সাত দফা দাবি নিয়ে গত মঙ্গলবার থেকে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন শুরু করেন। পরে বুধবার বিকালে তারা অনশন শুরু করেন।

সোমবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর শিক্ষার্থীদের অনশন ভাঙানো হয়। তবে প্রতিষ্ঠানটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার সুস্পষ্ট আশ্বাস দেওয়া হয়নি।

গত ২৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান সাত কলেজের অধিভুক্তি বাতিলের ঘোষণা দেন। এরপর থেকেই তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবি জানিয়ে আন্দোলনে নামে।

শিক্ষার্থীদের আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার থেকে সড়ক অবরোধ কর্মসূচি চলে, যা তারা ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ নাম দেন। সোমবার তারা মহাখালীতে রেলপথ অবরোধ করলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রীরা দুর্ভোগে পড়েন।

ক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নুরুজ্জামান বলেন, “আগামী সাত দিনের মধ্যে আবাসন ও পরিবহন সংকট নিরসনে দৃশ্যমান অগ্রগতি জানানো হবে। শিক্ষার্থীদের সংখ্যা কমানোর বিষয়ে ইউজিসির সঙ্গে আলোচনা করা হবে।”

তিনি আরও জানান, কলেজের পাশে টিএনটি ও রাজউকের জমি পাওয়া গেলে আবাসন সংকট সমাধানে উদ্যোগ নেওয়া হবে। শিক্ষক সংকট নিরসনে পিএইচডি ডিগ্রিধারী ও অভিজ্ঞ শিক্ষকদের পোস্টিং দেওয়া হবে এবং ১৫২টি শিক্ষক পদের অনুমোদন দ্রুত কার্যকর করা হবে।

সেমিস্টার পদ্ধতি চালুর বিষয়ে আলোচনা করে ইউজিসি চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত কমিটিকে প্রস্তাব দেওয়া হবে বলে জানান যুগ্ম সচিব। শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে ক্লাসে ফেরায় মহাখালী থেকে গুলশানগামী সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।