Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / সারাদেশে ৮ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সারাদেশে ৮ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

February 10, 2025 12:19:10 PM   অনলাইন ডেস্ক
সারাদেশে ৮ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে সারাদেশে আট দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

সোমবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, গণতান্ত্রিক উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অংশ হিসেবে বিএনপি আগামী ১২ ফেব্রুয়ারি থেকে রমজান শুরুর আগ পর্যন্ত সারাদেশের জেলা ও মহানগর পর্যায়ে সভা-সমাবেশ করবে।

আগামী ১২ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে এসব কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে। পাশাপাশি বিজ্ঞপ্তিতে সমাবেশের দিনক্ষণ ও কেন্দ্রীয় নেতাদের বক্তব্য প্রদানের তালিকাও প্রকাশ করা হয়েছে।