
সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী জননন্দিত নেতা অধ্যক্ষ আব্দুর রশিদের নেতৃত্বে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়। পৌরসভার সামনের প্রধান সড়ক থেকে পদযাত্রা বের হয়ে শিমলাবাজার এলাকার বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়।
এর আগে সরিষাবাড়ি পৌরসভার সামনে পথসভার আয়োজন করা হয়। এতে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী তেজগাঁও আওয়ামী লীগের সভাপতি ও তেজগাঁও কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি তার বক্তব্যে বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নের লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দিনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। তিনি জননেত্রী শেখ হাসিনার প্রতি সরিষাবাড়ির উন্নয়নে আগামীদিনে জনপ্রিয় এবং জননন্দিত ব্যক্তিকে মনোনয়ন দিয়ে সরিষাবাড়ির জনগণের আশা প্রত্যাশার বাস্তবায়ন ঘটাবেন এ আশা ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা তার তীক্ষè মেধা শক্তিকে কাজে লাগিয়ে আগামী দিনে অবশ্যই একজন জনপ্রিয় ব্যক্তিকে মনোনয়ন দিবেন এবং যাকে মনোনয়ন দিবেন তার হয়েই মাঠে কাজ করার জন্য সকলের প্রতি প্রত্যাশা ব্যক্ত করেন।
পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তেজগাঁও কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ, সরিষাবাড়ি পৌর মেয়র মনির উদ্দিন, সরিষাবাড়ি কলেজের সাবেক অধ্যক্ষ সরোয়ার জাহান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গনি, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুমুখী উন্নয়নের কথা তুলে ধরে বক্তব্য দেন এবং জনপ্রিয় নেতা মনোনয়নপ্রত্যাশী অধ্যক্ষ আব্দুর রশিদকে নৌকা প্রতীকের মনোনয়ন দেয়ার দাবি জানান। পদযাত্রা ও পথসভায় সরিষাবাড়ি বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থক এবং সরিষাবাড়ির বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার জনতা অংশগ্রহণ করেন।