Date: May 08, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / সিলেট এমসি কলেজে শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সিলেট এমসি কলেজে শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল

February 21, 2025 12:42:04 PM   অনলাইন ডেস্ক
সিলেট এমসি কলেজে শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল

কুবি প্রতিনিধি:
সিলেট এমসি কলেজের ছাত্রাবাসের কক্ষে এক শিক্ষার্থীকে লোহার রড দিয়ে মারধরের প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে একদল শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের 'আমার ভাই আহত কেন? প্রশাসন জবাব চাই', 'হুশিয়ার সাবধান, ছাত্রদলের সন্ত্রাসীরা', 'শিবিরের সন্ত্রাসীরা, হুশিয়ার সাবধান', 'সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও', 'চব্বিশের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার' ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।

এসময় গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হান্নান রহিম বলেন, "সিলেটে এমসি কলেজের শিক্ষার্থীর উপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। একদিন খুলনায়, একদিন সিলেটে— ছাত্রদল এবং ছাত্র শিবিরের পাল্টাপাল্টি হামলা কোনোভাবেই কাম্য নয়।"

তিনি আরও বলেন, "কে ছাত্রদল, কে ছাত্র শিবির, কে বাম এবং কে ডান— এসব দেখার সময় নেই। যে অন্যায় করবে তাকে বিচারের আওতায় আনতে হবে।"

ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. এমরান বলেন, "সন্ত্রাসী শিবিরের দ্বারা এমসি কলেজে তীব্র হামলা চালানো হয়েছে এবং রক্ত ঝরাতে চাওয়া হয়েছে। তাই আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এখানে একত্রিত হয়েছি। যে অন্যায় করবে, সে যেই দলেরই হোক না কেন আমরা তাদের লাল কার্ড দেখিয়ে জানিয়ে দিতে চাই যে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো ধরনের অন্যায় মেনে নেবে না এবং তা প্রতিরোধে সর্বদা প্রস্তুত থাকবে। গতকাল কুয়েটে হামলা হয়েছে, আজ এমসি কলেজে— কাল আমাদের হবে না, তার নিশ্চয়তা কোথায়? আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কোনো লেজুড়বৃত্তিক রাজনীতি চলবে না।"

উল্লেখ্য, গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) এমসি কলেজ ছাত্রাবাসের কক্ষে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদকে লোহার রড দিয়ে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে।