Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সালথায় আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সালথায় আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

March 08, 2025 08:35:18 PM   উপজেলা প্রতিনিধি
সালথায় আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুরের সালথায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

র‍্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল— "অধিকার, সমতা, ক্ষমতায়ন: নারী ও কন্যার উন্নয়ন"।

আলোচনা সভায় নারীর অধিকার, ক্ষমতায়ন ও উন্নয়নসহ দেশ গঠনে নারীর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বি নোমান, সহকারী প্রোগ্রামার (আইসিটি) মো. টিপু সুলতানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যোগারদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস. এম. ইব্রাহিম।