Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সালথায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সালথায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

February 05, 2025 07:40:42 PM   দেশজুড়ে ডেস্ক
সালথায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ৫৩তম শীতকালীন বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সালথা সরকারি কলেজে এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান বালী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ শওকত আকবর, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল বাসার, ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু সায়েম মোল্যা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান এ্যামিলি সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

দুই দিনব্যাপী শীতকালীন এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি। উপজেলা পর্যায়ের বিজয়ীরা জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবেন।