
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগ থেকে সপ্তদশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সহকারী জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরীক্ষায় দুই শিক্ষার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তারা হলেন আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সায়েদা স্বর্ণালি এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রুবাইয়াত আল মাহিম।
২৩ ফেব্রুয়ারি (রবিবার) প্রকাশিত ১৭শ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা যায়।
সুপারিশপ্রাপ্ত সায়েদা স্বর্ণালি বলেন, "আজ আমার জন্য আনন্দ এবং কষ্টের দিন। খুবই ক্রিটিকাল সময়ে পরীক্ষা দিয়েছি। পরীক্ষা চলাকালে আমার বাবা আইসিইউতে ছিলেন। সবচেয়ে কষ্টের বিষয়, বাবাকে জজ হওয়ার খবরটা দিতে পারিনি। তবে পরিবারের সবাই খুব আনন্দিত। আমার সাফল্যের পেছনে শিক্ষকদের অবদান, নিজ পরিশ্রম ও পরিবারের সহযোগিতা রয়েছে।"
রুবাইয়াত আল মাহিম বলেন, "আইন বিভাগে ভর্তি হওয়ার পর থেকেই জুডিশিয়ারি টার্গেট ছিল। প্রথমবারেই জজ হতে পারব ভাবিনি, এটা আল্লাহর বিশেষ রহমত। আমার বাবা-মা, দুলাভাই, ডিপার্টমেন্টের শিক্ষক ও বন্ধুদের প্রতি কৃতজ্ঞ। তারা বিভিন্নভাবে সহযোগিতা করেছে।"
আইন বিভাগের প্রধান মু. আলী মুর্শেদ কাজেম বলেন, "দুই শিক্ষার্থী সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় বিভাগের পক্ষ থেকে অভিনন্দন। তাদের সাফল্যে আমরা গর্বিত। এ ধারাবাহিকতা অব্যাহত থাকুক এ কামনা করি।"
উল্লেখ্য, এর আগে কুবি আইন বিভাগ থেকে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের নিশি আক্তার, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের তাফসির রহমান ও রাকিব মাহমুদ সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হন।