Date: October 25, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / সোহানের মিস হওয়া ক্যাচ কি বাংলাদেশের জয় হারিয়েছে? কী বললেন সৌম্য? - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সোহানের মিস হওয়া ক্যাচ কি বাংলাদেশের জয় হারিয়েছে? কী বললেন সৌম্য?

October 22, 2025 12:13:56 PM   ক্রীড়া ডেস্ক
সোহানের মিস হওয়া ক্যাচ কি বাংলাদেশের জয় হারিয়েছে? কী বললেন সৌম্য?

গত রাতের ম্যাচে বাংলাদেশ তাদের ক্রিকেট ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সাক্ষী হলো। দেশের প্রথম টাই ম্যাচ এবং প্রথম সুপার ওভারের অভিজ্ঞতা এদিন মাঠে দেখা গেল। তবে জয় এলো না, বরং ম্যাচের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত নিয়ে প্রশ্নও জন্মালো।

ম্যাচের শেষ ওভারে একটি সুযোগ ছিল যা হয়তো পুরো দৃশ্যপটটাই বদলে দিতে পারতো। উইন্ডিজকে শেষ ওভারে ৫ রান প্রয়োজন ছিল। তখন বোলিংয়ে নামেন সাইফ হাসান। প্রথম দুই বলে তিনি ডট দিয়ে চাপ বাংলাদেশের দিকে নিয়ে আসেন। পরবর্তী দুই বলে উইন্ডিজ দুই সিঙ্গেল নিয়ে আবারও ম্যাচে টানার চেষ্টা করে। শেষ দুই বলে প্রয়োজন ছিল মাত্র তিন রান। আকিল হোসেইনকে বোল্ড করার মাধ্যমে সাইফ পরিস্থিতি আরও বাংলাদেশের পক্ষে নিয়ে আসেন।

শেষ বলে তখন ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল তিন রান। নতুন ব্যাটার খারি পিয়েরে ছক্কা হাঁকানোর চেষ্টায় বলটি আকাশে উঠে যায়। সেই মুহূর্তে ক্যাচ নেওয়ার দায়িত্বে ছিলেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। কিন্তু দুর্ভাগ্যবশত, বলটি তার হাত থেকে ফসকে যায়। ইতোমধ্যেই উইন্ডিজ দুই রান নিয়েছে, ফলে ম্যাচ টাইয়ে শেষ হয়। যদি সেই ক্যাচ নেওয়া যেত, ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করা যেত এবং বাংলাদেশ এভাবে ইতিহাসের সবচেয়ে কম রানের জয়ের দেখা পেত।

এই ক্যাচ মিস নিয়েই বর্তমানে আলোচনা বেশি। সংবাদ সম্মেলনে সৌম্য সরকারের মন্তব্য ছিল, “ক্যাচ ছিল, এটাও টার্নিং পয়েন্ট হতে পারে।” তিনি আরও যোগ করেন, “একটা ক্যাচই সবকিছু নয়, তবে হ্যাঁ, টাফ ক্যাচ ছিল। ধরতে পারলে ম্যাচ জিতেই যেতাম। টাফ ছিল, সে ভালো ট্রাই করেছে।”

সুতরাং সোহানের সেই ক্যাচ মিসই হয়তো ম্যাচের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে, যদিও পুরো হার বা টাই এর দায় শুধুই সেই মুহূর্তের ওপর না। এটি একটি ক্লাসিক উদাহরণ যেখানে ছোট একটি মুহূর্ত পুরো ম্যাচের চিত্র পাল্টে দিতে পারে।