
রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাংবাদিক সমিতি (সোকসাস) এর তৃতীয় বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। একই সঙ্গে কলেজ ক্যাম্পাসে সাংবাদিক সমিতির কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টায় কলেজের শহীদ সাংবাদিক হাসান মেহেদী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায়। প্রধান আলোচক ছিলেন দৈনিক আমার দেশের প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমান। বিশেষ আলোচক ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইয়াছিন মোল্লা।
অনুষ্ঠানের এক পর্যায়ে সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায় সমিতির কার্যালয়ের উদ্বোধন করেন। কলেজের পুরাতন ভবনের নিচতলায় কক্ষ নং-১৫ এ এই কার্যালয় স্থাপন করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায় বলেন, "এক নিঠুর কাকলি মুখোপাধ্যায়ের স্বপ্ন ভঙ্গ নয়, স্বপ্ন পূরণ হয়েছে। আজকের বড় বড় সাংবাদিকদের পাশে বসতে পেরে আমার আনন্দে বুকটা ভরে যাচ্ছে। সোকসাসের সদস্যরা নিষ্ঠার সাথে সাংবাদিকতার মহান দায়িত্ব পালন করে যাচ্ছেন, যা সত্যিই প্রশংসার যোগ্য। তাঁদের এই পেশাদারিত্ব ও নৈতিকতা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। কলেজ প্রশাসন সবসময়ই তাদের পাশে থাকবে।"
প্রধান আলোচকের বক্তব্যে দৈনিক আমার দেশের প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমান বলেন, "রাষ্ট্রের চারটি স্তম্ভের মধ্যে সাংবাদিকতা চতুর্থ স্তম্ভ। কিন্তু দুর্ভাগ্যবশত এই চতুর্থ স্তম্ভকে শেখ হাসিনা সরকার একদম শেষ করে দিয়েছে। তোমরা বড় মানের সাংবাদিক হতে চাও, তোমাদের একাডেমিক পড়াশোনার বিকল্প নেই। বাংলা, ইংরেজি সহ সব ধরনের জ্ঞানের প্রয়োজন সাংবাদিক হতে গেলে। সেই সাথে সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরার অভ্যাস গড়ে তুলতে হবে এখন থেকেই। কলেজজীবন থেকেই দায়িত্বশীল সাংবাদিকতা শেখা গেলে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের সাংবাদিকতায় নেতৃত্ব দেওয়া সম্ভব।"
বিশেষ আলোচকের বক্তব্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম বলেন, "সাংবাদিকতা মানেই দায়িত্ববোধ ও বস্তুনিষ্ঠতার প্রতীক। যেকোনো ভালো সাংবাদিকতার শুরু হয় ক্যাম্পাস থেকেই। সোকসাস সেই জায়গা থেকে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।"
সোহরাওয়ার্দী কলেজে প্রথমবারের মতো শিক্ষা, সততা ও সৃজনশীলতা স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠিত হয় সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি (সোকসাস)। প্রতিষ্ঠার পর থেকে সফলতার সঙ্গে কলেজ ক্যাম্পাসে কাজ করে যাচ্ছে এই সংগঠন।