
নিজস্ব প্রতিবেদক:
মাইজভান্ডার দরবার শরিফের মাওলানা শাহ্ সুফি সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানীর (ক.) দুই দিনব্যাপী ১২তম ওরশ শনিবার (১৯ আগস্ট) আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভাণ্ডার দরবার শরিফে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীর উদ্যোগে ওরশ মাহফিল ও ইসলামি সমাবেশে সভাপতিত্ব ও আখেরি মোনাজাত পরিচালনা করেন বিএসপি চেয়ারম্যান ও মাইজভান্ডার দরবার শরিফের সাজ্জাদানশীন সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী মাইজভান্ডারী।
গত শুক্র ও শনিবার (১৮ ও ১৯ আগস্ট) ওরশে অংশ নিতে দেশের নানা প্রান্ত থেকে আসা ভক্ত-জনতার পদভারে মুখরিত হয়ে ওঠে মাইজভান্ডার দরবার শরিফের বিশাল এলাকা। কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, রওজায় গিলাফ চড়ানো, ভক্তদের ফ্রি চিকিৎসা ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ণয়, যৌতুক ও মাদকের বিরুদ্ধে গণস্বাক্ষর, হুজুর কেবলার জীবনী আলোচনা।
সমাপনী দিবসে সভাপতির বক্তব্যে ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী বলেন, মাইজভান্ডারীর দর্শনে সন্ত্রাস জঙ্গিবাদ, উগ্রবাদ ও ধর্মীয় বাড়াবাড়ির কোনও সুযোগ নেই। তাই, আলেম-ওলামাসহ দায়িত্বশীলদের বক্তৃতা-বিবৃতি ও লেখনিতে সতর্ক হতে হবে।
দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সুশাসন, রাজনৈতিক সহাবস্থান অত্যন্ত জরুরি উল্লেখ করে বিএসপি চেয়ারম্যান বলেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে কেউ যদি অতিআগ্রহ দেখায় তাহলে বুঝতে হবে তার অন্য কোনও উদ্দেশ্য আছে। যে কোনও সমস্যা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। তিনি বলেন, আমরা চাই সংবিধানের আলোকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন। নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরিতে ও রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা ফিরিয়ে আনতে ক্ষমতাসীন আওয়ামী লীগকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
ইসলামি সুন্নি সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী মহসীন চৌধুরী, আঞ্জুমান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর খান, বিএসপি’র ভাইস চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, অতিরিক্ত মহাসচিব মুফতি খাজা বাকি বিল্লাহ আল আজহারী, স্থায়ী পরিষদ সদস্য মো. সাইফুল ইসলাম, এটিএম সামশুল আলম বকুল, স্থায়ী পরিষদ সদস্য ও দফতর সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম মিয়া, যুগ্ম মহাসচিব অ্যাড. জালাল উদ্দিন, মো. আসলাম হোসাইন প্রমুখ।
সালাত, সালাম, জিকির ও আখেরি মুনাজাতের পর তবারক বিতরণের মধ্য দিয়ে শেষ হয় দুই দিনব্যাপী ওরশ মাহফিল।